বিশেষ প্রতিবেদন
আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ফেব্রুয়ারী:
“মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোপায় তারার ফুল”নজরুলের এই বিখ্যাত গানটি গোটা বাঙ্গালী জাতীকে মনে করিয়ে দেয় ফুলকে ভালবাসার কথা।আর মনে করিয়ে দেয় ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসের কথা। যে দিনটিতে প্রিয়ার খোপায় ভালবাসার মানুষটি পড়িয়ে দেয় একটি লাল গোলাপ। সত্যিই ভালবাসা দিবস ফুল ছাড়া কখনো পালন করা সম্ভব নয়। আর এই দিনটির জন্য ফুলের এত কদর।
১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবস আর এই ভালবাসা দিবস কে সামনে রেখে মেহেরপুরে ফুলের বাজারে লেগেছে ভালবাসা আগুন নয়,লেগেছে দামের আগুন। আর মাত্র দুই দিন বাকি। এই দিনটিকে সামনে রেখে এরই মধ্য ফুলের দোকানিরা তাদের দোকান বিভিন্ন প্রকার ফুল দিয়ে সাজাতে শুরু করেছে।
মেহেরপুর শহরে ফুলের দোকান গুলো ঘুরে দেখা গেছে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলা থেকে গোলাপ,রজনী গন্ধ্যা,গাঁদা সহ বিভিন্ন প্রকার ফুল কিনে নিয়ে আসছে দোকানিরা।
শহরের পৌর সভার সামনে ইত্যাদি ফুল ঘরের মালিক হারুন অর রশিদ বকুল মেহেরপুর নিউজ কে জানান, প্রতিবছর ভালবাসা দিবসে ৪০ থেকে ৫০ হাজার টাকা বেচাকেনা হয়। এবারো ভাল বেচাকেনা হবে বলে তিনি মনে করছেন। ভালবাসা দিবসে প্রতি পিচ গোলাপ ৫০ টাকা, রজনী ১০ টাকা, গ্লাডিয়াস ১৫ টাকা , ভুট্রা রজনী ১৫ টাকা করে বিক্রয় হবে। তিনি আরো জানান, এই দিনে সব চেয়ে গোলাপ ফুলটি বেশি বেচাকেনা হয় এবং গোলাপ ২ হাজার থেকে আড়াই হাজার পিচ ফুল বিক্রয় হবে বলে তিনি আশাবাদী।
শহরের হোটেল বাজারের লর্ড মাকেটে অবস্থিত স্বর্ণালী ফুল ঘরের মালিক রাশেদ খাঁন মেহেরপুর নিউজ কে জানান, ভালবাসা দিবস কে সামনে রেখে ফুলের দাম বেড়েছে। অন্যান্য সময় গোলাপ ফুল ৫টাকা পিচ বিক্রয় হতো এখন সে ফুল ৪০-৫০ টাকা পিচ গ্লাডিয়াস বিক্রয় হবে । রজনী গনদ্ধা ৫টাকা পিচ ছিলো এখন ১০ টাকা পিচ এবং ১০ টাকা পিচ এখন ১৫ টাকা করে বিক্রয় করছি। তবে ভালবাসা দিবসের পরে আবার ফুলের দাম কমে আগের দামে চলে আসবে। তিনি আরো জানান, ১৩ ফেব্রুয়ারী থেকে ফুলের বেচাকেনা শুরু হয়। ১৩ ও ১৪ ফেব্রয়ারী পর্যন্ত তার দোকানে ২০ থেকে ২৫ হাজার টাকার ফুল বিক্রয় হবে বলে তিনি জানান।
ফুল বিক্রেতা তানিম জানান,এসএসসি পরীক্ষা চলছে তার পরেও ভাল বেচা কেনা হবে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারী সকাল থেকে ফুলের দোকান গুলোতে যুবক যুবতীদের ভীড় থাকবে। সবাই চায় তার প্রিয় মানুষটিকে একটি হলেও ফুল দিয়ে ভালবাসার এই দিনটিকে স্মরন করে রাখতে। ভালবাসার এই দিনে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব কেউবা আবার বাবা-মা ভাই বোন স্বামী-স্ত্রী সহ আত্মীয় স্বজনদের ফুল দিয়ে ভালবাসা জানায়। এই দিনটি শুধু ভালবাসার দিন ১৪ ফেব্রুয়ারী হ্যাপি ভেলেন্টাইস ডে।