মেহেরপুর শহরের একটি দোকান থেকে ফুলকপির বীজ ক্রয় করে বীজ বপনের পর শস্যে চারা বের হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকালের দিকে মদনাডাঙ্গা গ্রামের কৃষক দাউদ হোসেন এবং ঝাউবাড়িয়া গ্রামের সালাহ উদ্দীন এ অভিযোগ করেন। চাষীদ্বয় জানান প্রায় ১ মাস পূর্বে বড় বাজার এলাকার বাজিতপুর বীজ ভান্ডার থেকে ৬ শ ২০ টাকা প্যাকেট করে নিমজা ফুলকপির বীজ ক্রয় করি।
পরে ঐ বীজ বপন করার পর কপির চারার পরিবর্তে শস্যের চারা বের হয়। চাষীদ্বয় চারা সহ বাজিতপুর বীজ ভান্ডরে আসে। এসময় সেখানে চাষীদের বিসয়টি শুনে অনেকেই ক্ষোভ প্রকাশ করে। এব্যবপারে দোকান মালিক সাইফুল ইসলাম বলেন আমি কাথুলী সড়কের মিঠু বীজ ভান্ডার থেকে বীজ সংগ্রহ করি। মিঠু বীজ ভান্ডারের মালিক বলেন আমি সঠিক বীজ বিক্রি করেছি।