মেহেরপুর নিউজ:
ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রাহিদ নামের এক ফুটবলার মারাত্মক আহত হয়েছেন। তাকে মেহেরপুর থেকে সিরাজগঞ্জের রেফার করা হয়েছে। রাহিদের অবস্থা আশঙ্কজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
জানা গেছে রাহিদ মঙ্গলবার সন্ধ্যার দিকে দর্শনায় ফুটবল খেলে ইজিবাইক যোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে চন্দ্রবাস নামক স্থানে বিপরীত গামী একটি লাটা হাম্বা ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় রাহিদ ইজি বাইক থেকে ছিটকে পড়লে লাটা হাম্বাটি তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে তার পা সম্পূর্ণ ভেঙে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকা তাকে সিরাজগঞ্জে রের্ফাড করেন।
রাহিদ মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের তার নানা বাড়িতে থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করেন। পিতৃহহীন রাহীদের উন্নত চিকিৎসার জন্য বিপুল পরিমাণ টাকা খরচ হবে বলে জানা গেছে। যা রাহিদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তার সুচিকিৎসার জন্য বিত্তবানদের নিকট থেকে সহযোগিতা কামনা করা হয়েছে। তার চিকিৎসার খরচের জন্য ০১৯০৫-৬৪৯৯৮৬ নম্বরে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।