বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

By Meherpur News

April 07, 2025

মেহেরপুর নিউজ:

ফিলিস্তিনের অসহায়, নিরীহ মানুষের উপর দখলদার বর্বর ইসরাইলের হামলার প্রতিবাদে ও হামলা বন্ধের দাবীতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী।

সোমবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর জেলা মডেল মসজিদ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামাতে ইসলামের সেক্রেটারী ইকবাল হুসাইন, মেহেরপুর সদর উপজেলা জামাতে ইসলামীর আমির সোহেল রানা, পৌর জামাতে ইসলামীর আমির সোহেল রানা ডলার, মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি হুসাইন আহমেদ,জেলা ছাত্র শিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।