কৃষি সমাচার

মেহেরপুরে ফসল কর্তন ও চাষী সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে রোপা আউশ ব্রি ৪৮ ধান কর্তন ও চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের নতুন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন।বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এন এ হালিম, শষ্য বিশেষজ্ঞ আমিনুল ইসলাম । বক্তারা বলেন, রোপা আউশ ব্রিরি-৪৮ ধান আবাদ করে ১১০ দিনে এক বিঘা জমিতে ২২ মন হারে ফলন পাচ্ছে চাষীরা। জেলায় এবার এই জাতের ধান প্রায় ৫’শ হেক্টর জমিতে চাষ হয়েছে। সমাবেশ শেষে মেহেরপুর জেলা প্রশাসক চকশ্যাম নগর মাঠে নতুন রোপা আউশ ব্রি ৪৮ধাণ কাটার শুভ উদ্বোধন করেন।