মেহেরপুর নিউজ:
মাত্র ২ দিনের ব্যবধানে এবার মেহেরপুর সদর উপজেলার বাবরপাড়া গ্রামের মাঠে গমের জমিতে ঘাসমারা বিষ প্রয়োগ করে গমের ক্ষতি করেছে দুর্বৃত্তরা।
জানাগেছে মেহেরপুর সদর উপজেলার বাবরপাড়া গ্রামের মহাসিন বিশ্বাসের ছেলে সাহাবুল বিশ্বাস ২০০২ সালে সাহাবুল নামের এক ব্যাক্তির কাছ থেকে বাবরপাড়া তালতলার মাঠে ৮০ শতক জমি কিনে সেখানে চাষাবাদ করে আসছেন।এদিকে সম্প্রতি উত্তর শালিকা গ্রামের মাজেদ আলী নামের এক ব্যাক্তি ঐ জমি নিজের দাবী করে দখল করার চেষ্টা করে। বিষয়টি থানা পর্যন্ত গড়ালে মাজেদ আলী জমির কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়।
এদিকে সম্প্রতি সাহাবুল বিশ্বাস ঐ জমিতে গম বপন করেন।জমিতে গম বের হওয়ার পর রাতের আঁধারে গমের জমিতে ঘাসমারা বিষ প্রয়োগ করে। এতেকরে পুরো জমির গম পুড়ে সাদা হয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।এ ঘটনার মাত্র ২ দিন আগে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মাঠে ভুট্টা কেটে তসরুপ করা হয়।