নির্বাচন

মেহেরপুরে ফরহাদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

By মেহেরপুর নিউজ

November 27, 2023

মেহেরপুর নিউজঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ সময় মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ চুন্নু,মেহেরপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী শহীদ,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান,শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়োব হোসেন,মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম রবি,আব্দুল্লাহ আল মামুন তূর্য প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।