মেহেরপুর নিউজ, ০৪ মে:
ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট ঝড় বাতাসে মেহেরপুরের পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতি বিজড়িত দুটি গাছ উপড়ে গেছে। এর মধ্যে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে কদম গাছ । যেটিকে ছাত্রীরা নীপবন এবং অপরটি হলো মেহেরপুর সরকারি কলেজের শহীদ রেজাউল চত্বরের শিশু গাছ। দুটি গাছই প্রতিষ্ঠান দুটির স্মৃতি বহন করে আসছিল।
শুক্রবার দিবাগত রাতে ঝড়ো বাতাসে গাছ দুটি উপড়ে যায়।
এছাড়াও মেহেরপুরে ঘর্ণিঝড় ফণীর প্রভাব শুরু শুক্রবার দুপুর থেকে। দুপুর থেকে কখনো গুড়ি গুড়ি আবার কখনো ভারী বৃষ্টি হয়। সাথে ছিল দমকা বাতাস। ফণীর প্রভাবে মেহেরপুর সহ সারাদেশে মানুষের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে কাঁচা ঘরবাড়ি, টিনের ঘর বাড়ি থেকে মানুষ জনকে আশ্রয়সেন্টারে যাওয়ার আহবান জানান। কিছু মানুষ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর আশ্রয় সেন্টারে অবস্থান নিলেও অধিকাংশ মানুষ নিজ বাড়িতেই আতঙ্কে রাত কাটায়। অনেককে নির্ঘম রাতা কাটানোর কথাও শুনতে পাওয়া যায়। সব শেষে ফণী দুর্বল হয়ে শনিবার সকালে বাংলাদেশে প্রবেশ করলেও মেহেরপুরে তার কোন প্রভাব দেখা যায়নি। শনিবার বিকাল থেকে মেঘও সরে গেছে। কিছুটা রোদের ঝিলিকও দেখা যায়।