মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুরে নতুন প্রজন্মের কাছে জাতীয় খেলা হা-ডু-ডু’র জনপ্রিয়তা বাড়াতে এবার মাঠে নেমেছে বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ। শুনতে অবাক লাগলেও, এমনই এক ভিন্ন আয়োজন করেছে শুভরাজপুর গ্রামবাসী। খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ব্যস্ত সময়েও প্রীতি হা-ডু-ডু খেলার আয়োজন করছে গ্রামবাসী।
আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার পরেও জৌলুশ হারিয়ে কদর কমেছে এ খেলার। এ খেলার অস্তিত্ব এখন শুধু বইয়ের পাতায়। তবে হা-ডু-ডু খেলা এখনো যে গ্রাম অঞ্চলের মানুষের কাছে প্রিয় তাই দেখা গেলো শুভরাজপুরে। খেলায় জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরনসহ দর্শকের ভিড় ছিল উপচে পড়া, আর দুই দলের মধ্যে ছিল টান টান উত্তেজনা। পেশাদার না হয়েও নিজ দলকে জেতানোর চেষ্টা ছিল সবার মধ্যে। ঐতিহ্যের খেলা দেখতে ভিড় করেছে ছেলে বুড়ো সবাই। খেলায় বিবাহিত একাদশ ৫৩-৪৩ পয়েন্টে অবিবাহিত একাদশকে পরাজিত করে।