বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

By Meherpur News

April 19, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন।জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহম্মেদ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, পিটিআইয়ের সহকারী সুপার ফরিদা ইয়াসমিন,সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার আসাবুদ্দৌলা, আশরাফুল আলম, এসএম জহিরুল ইসলাম, মোঃ শফিকুর রহমান, মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মীর সাদিক ওয়াহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ক্রীড়া সাংস্কৃতিক ও কাবিং প্রতিযোগিতায় মেহেরপুর জেলার ৩টি উপজেলার বিজয়ীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।