মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড,মোহম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ তাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা বিভাগের খুলনা বিভাগীয় উপপরিচালক মাহাবুব এলাহি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,পি পি পল্লব ভট্টাচার্য ।বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান,সহকারী কমিশনার মোঃ নাহিদ হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াসিন আলি শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
২০২১ সালে মেহেরপুর জেলায় ৩০৮ টি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ৫৭৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ৭৫ হাজার শিক্ষার্থীর মাঝে ৩ লক্ষ ৯১ হাজার ৬২৮ টি পাঠ্যবই বিতরণ করা হবে।