বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রাথমিক বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ শেষে শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

February 03, 2020

মেহেরপুর নিউজ:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার ইউআরসি মিলনায়তনে অনুষ্ঠিত ৬ দিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ শেষে শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিলউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ইউআরসির প্রশিক্ষক মৃধা নুরু ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, মেরিনা পারভীন, সুরাইয়া পারভীন, হাসানুজ্জামান প্রমূখ।  প্রশিক্ষণে মোট ৩০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।