মেহেরপুর নিউজ, ১৮ নভেম্বর: সারাদেশের ন্যায় মেহেরপুরের শুরু হয়েছে প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা (পিইসি)। রবিবার সকাল ১০টার সময় ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে ক্ষুদে পরীক্ষার্থীদের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা তিন উপজেলার ৩৭টি কেন্দ্রে ১২ হাজার ৫২৩ জন প্রাথমিক এবং ৬৯৭ জন এবতেদায়ী পরীক্ষা অংশ নিয়েছেন। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ২২১ জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৯৭১ জন ছাত্র এবং ৬ হাজার ৫৫২ জন ছাত্রী রয়েছে। সদর উপজেলার ১৫টি কেন্দ্রে ৪ হাজার ৭৩০ জন, গাংনী উপজেলার ১৭টি কেন্দ্রে ৫ হাজার ৭৬৩ জন এবং মুজিবনগর উপজেলার ৫টি কেন্দ্রে ২ হাজার ৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এদিকে পরীক্ষা চলাকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ ফরিদ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।