মেহেরপুর নিউজ, ০৪ এপ্রিল:
মেহেরপুরে পরিবেশকের চাহিদা মোতাবেক পণ্য না দেওয়া ও পাওনা পরিশোধ না করায় প্রাণ-আরএফএল এর একটি পণ্যবাহী ট্রাক জব্দ করেছে পরিবেশক সমিতি।
প্রাণ আর এফএল গ্রুপের স্টিকি গ্রুপের পরিবেশক এন জেড এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকার নাসের চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে পরিবেশক সমিতি এ পদক্ষেপ গ্রহণ করে।
এন জেড এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকার নাসের চৌধুরী ২০১৮ সালের এপ্রিল মাসে পরিবেশক হিসেবে নিয়োগ পান। তার পর থেকে ৪লাখ ২০ হাজার টাকা কোম্পানীর ব্যাংক হিসাবে টাকা টিটি করেন। কিন্তু কোম্পানী মাত্র ১১হাজার ৫শ টাকার পন্য সরবরাহ করে। পরবর্তিতে কোম্পানীকে বারবার তাগাদা দিলেও কোম্পানী কোন ব্যবস্থা গ্রহন করেনা।
এর প্রেক্ষিতে জেলা পরিবেশক সমিতির কাছে লিখিত অভিযোগ করেন নাসের চৌধুরী। পরিবেশক সমিতির চিঠির প্রেক্ষিতে কোম্পানীর উর্ধতন কর্মকর্তারা কয়েকদফা বৈঠক করে মেহেরপুর জেলা পরিবেশক সমিতির নেতাদের সাথে। কয়েক দফা বৈঠকের পর নভেম্বর মাসে নগদ ৫০ হাজার টাকা ফেরত প্রদান করে। কিন্ত এখনো ৩লাখ ৫৮ হাজার টাকার কোন সুরাহা এখনো করেনি।
সবশেষে ৩১ মার্চের মধ্যে সুরাহা করার কথা থাকলেও কোম্পানী কোন ব্যবস্থা গ্রহণ না করায় পরিবেশক সমিতির জরুরী মিটিংয়ে প্রাণ-আরএফ্এল এর পণ্যবাহী ট্রাক জব্দ করার সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সার্কিট হাউজের নিকট থেকে একটি ট্রাক জব্দ করে সামসুজ্জোহা পার্কে রাখা হয়েছে।
এ ব্যাপারে জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জানান, বারবার তাগাদা দেওয়ার পর তারা টাকা পরিশোধ করেনি। এর ফলে তাদের একটি ট্রাক জব্দ করা হয়েছে। সম্পুর্ন পাওনা পরিশোধ না করা পর্যন্ত ট্রাকটি ছাড়া্ হবে না।