এক ঝলক

মেহেরপুরে প্রাণঘাতী করোনায় একদিনেই আক্রান্ত ৪৬ জন

By মেহেরপুর নিউজ

June 21, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস রোগী সংখ্যা। সোমবার একদিনেই আক্রান্ত হয়েছেন ৪৬ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন- মেহেরপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন শহর ও গ্রামে সমানতালে বাড়ছে রোগীর সংখ্যা। এতে করে সামাজিক ট্রান্সমিশনের হওয়ার সম্ভবনা রয়েছে।

মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন জানিয়েছেন- ল্যাবের যে নমুনা পাঠানো হয়েছিল তারমধ্যে ১০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে যার ৪৬ জনের রিপোর্ট পজেটিভ। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২৩ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর-৯ জন এবং অপর ২ জন চুয়াডাঙ্গার বাসিন্দা বলে জানান তিনি।

সোমবার  স্বাস্থ্য বিভাগের তরফ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিলো তাতে জানানো হয়েছে মেহেরপুর জেলায় গতকাল মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ জন। নতুন ৪৬ জন মিলে বর্তমান করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩১৭ জন। এর মধ্যে সদর উপজেলার ১১৬ জন, গাংনী উপজেলার ১১৪ জন ও মুজিবনগর উপজেলার ৮৭ জন।