মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি)’র ব্যবস্থাপনায় মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় জয়লাভ করেছে।
রবিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২১০ রানের পাহাড় সমান ব্যবধানে মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় তাসিনের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে । তাসিন দলের পক্ষে ১৩৬, রাজ ৬১ এবং বিনয় ৪৮ রান করেন। মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জিহাদ ও জাররাফ ১ টি করে উইকেটে লাভ করেন।
জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের পক্ষে জিহাদ ২৯, আবির ২৩ রান করে। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের তাসিম ৪ টি উইকেট লাভ করে।