মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি)’র ব্যবস্থাপনায় মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে।
রবিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৯ রানে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ৩৯ ওভারে ১৮৩ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে জিসান সর্বোচ্চ ৬১ রান করে।
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হুমায়ুন ৪ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নামে সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নাফিজুর এবং সাইফের বিধ্বংসী বোলিং মুখে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৩৮.৩ ওভারে ১৬৪ রান করে সবাই আউট হয়ে যায়। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে রাজ সর্বোচ্চ ৬০ রান করে। জোড়পুকুরিয়ার পক্ষে নাফিজুর ৪টি সাইফ ৩টি উইকেট লাভ করেন।