ক্রিকেট

মেহেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 26, 2025

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি)’র ব্যবস্থাপনায় মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্রিকেটার জিকো,আসাদুর রহমান অনু প্রমূখ উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলার ৪ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী অপর দলগুলো হলো মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়।