অন্যান্য

মেহেরপুরে প্রসবজনিত ফিষ্টুলা দিবস উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

May 24, 2015

মেহেরপুর নিউজ,২৪মে: ইউএনএফপিএ ও বিডাব্লুওএইসসি এর উদ্যেগে রোববার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে ফিস্টুলা হোক নির্বসিত নারী হোক সম্মানিত এর আলোকে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা. তাপস কুমার সরকার, ডা. মৃনাল কান্তি, ডা. এহসান কবির, ডা. বিপুল কুমার বিশ্বাস, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওসন নাহার, ইপিআই সুপার আব্দুস সালাম, মমিনুল ইসলাম প্রমুখ। এর আগে একটি র‌্যালী বের করা হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডা. মিজানুর রহমানের নেতৃত্বে র‌্যালীটি হাসপাতাল সড়ক প্রদক্ষিন করে।