বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রযুক্তির সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপস্থাপনকারীদের অভিনন্দন

By মেহেরপুর নিউজ

January 15, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় মেহেরপুর সরকারি কলেজ অসামান্য সাফল্য অর্জন করায় মেলায় প্রকল্প উপস্থাপনকারীদের অভিনন্দন জানানো হয়েছে।

বুধবার সকালে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর সরকারি কলেজের শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এ সময় প্রকল্পে প্রথম স্থান সহ অলিম্পিয়াডে চারটি পুরস্কার পাওয়া ক্রেস্টগুলো অধ্যক্ষর কাছে হস্তান্তর করা হয়।মেহেরপুর সরকারি কলেজে শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলি মালিথা, সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।