খেলাধুলা

মেহেরপুরে প্রথম বিভাগ ক্রিকেটে একতা সংঘ ক্রীড়া চক্র জয়ী

By মেহেরপুর নিউজ

April 10, 2016

মেহেরপুর নিউজ, ১০ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগে একতা সংঘ ক্রীড়া চক্র জয়লাভ করেছে।

রবিবার অনুষ্ঠিত খেলায় একতা সংঘ ক্রীড়া চক্র ৯ উইকেটের বিশাল ব্যাবধানে ইচাখালি অল ষ্টার ক্লাবকে  পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইচাখালি অল ষ্টার ক্লাব ২৭ ওভার ১ বলে ১০১ রান সংগ্রহ করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মহিদুল ২১ রান সংগ্রহ করে। একতা সংঘ ক্রীড়া চক্রের রাশেদ ৫টি উইকেট লাভ করে।

জবাবে খেলতে নেমে একতা সংঘ ক্রীড়া চক্র মাত্র ১২ ওভার ১ মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে লিজন ২৩ রান করে। রাশেদ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। রাসেল ও নিটু খেলাটি পরিচালনা করে।