মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মে: প্রথম আলো মেহেরপুর বন্ধু সভার উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল, আলোচনাসভা, কবিতা আবৃতি, গান এবং নৃত্যানুষ্ঠান।
শনিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী।বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডিং অফিসার লেঃ সাজ্জাদ রায়হান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলো মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর বন্ধুসভার সাধারন সম্পাদক মিয়ারুল ইসলাম।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন মেহেরপুর বন্ধুসভার সভাপতি ডাঃ আবুল বাসার। আলোচনাসভা শেষে বন্ধুসভার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বন্ধুসভার বন্ধুরা নেচে-গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।