মেহেরপুর নিউজ:
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। আগামী শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে, যা তার বাবার ঘর।মেহেরপুরে নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে শেষ হলো দুর্গার প্রতিমা বিসর্জন। নেচে-গেয়ে দুর্গা দেবীর প্রতিমা বিসর্জন দিয়েছেন ভক্তরা। এর মাধ্যমে এই বছরের মতো শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। বুধবার বিকেলে দুর্গা দেবীর প্রতিমা বিসর্জন শুরু করেন ভক্তরা। চলে সন্ধ্যা পর্যন্ত।
মেহেরপুর জেলার ৩৭ টি পূজামণ্ডপে মা দুর্গাকে বিসর্জন দেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। দুপুরের পর থেকে মেহেরপুর শহরের সমস্ত পূজামণ্ডপের প্রতিমা গুলোকে নিয়ে শোভাযাত্রা বের করা হয়। ঢাকঢোল বাজিয়ে, নাচ গানের মধ্য দিয়ে প্রতিমা গুলোকে নিয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যার পরপরই একযোগে ভৈরব নদে বিসর্জন দেয়া শুরু করে।