মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারি:
“দয়া নয় করুনা নয়, চাই নায্য অধিকার, চাই আদর ভালোবাসা” এই শ্লোগানে বুদ্ধি প্রতিবন্ধীদের অধিকার আদায়ে র্যালী, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শৈশবের আড্ডা -এসএসসি-২০১০ নামের একটি ছাত্র সংগঠন।
বুধবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা আইনজীবি সমিতি ভবনের সামনের সড়কে এক মানববন্ধন করে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রসহ সংগঠনের সদস্যরা। বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালি খাতুন, শৈশবরে আড্ডা সংগঠনের তানভিরুল ইসলাম, মোহাইমিনুর রহমান, মৌ পাল সহ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুরা মানববন্ধনে অংশ নেয়। এর আগে প্রতিবন্ধী বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে আইনজীবি ভবনের সামনে এসে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসক মাহমুদ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।