মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগীতায় পল্লী সমাজ সেবা (আরএসএস)পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম উপস্থিত থেকে উপজেলা পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ২টি প্রকল্পে গ্রামে ২৮ জনের মধ্যে ৯ লক্ষ্য ৯৫ হাজার টাকা, উপজেলা পল্লী মার্তৃকেন্দ্র কার্যক্রমের আওতায় ৩ টা প্রকল্পে গ্রামে ১৯ জনের মধ্যে ৭ লক্ষ্য ৫ হাজার টাকা এবং দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ১ জনকে ৫০ হাজার টাকাসহ মোট ৪৮ জনের মধ্যে সর্বমোট ১৭ লক্ষ্য ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।