মেহেরপুর নিউজ, ২৭ এপ্রিল :
মেহেরপুর জেলা প্রতিবন্ধী সাহায্য সেবা কতৃক প্রদত্ত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার সহ অন্যান্য উপকরন বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সকল উপকরন বিতরন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রতিবন্ধী সেবা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত উপকরন বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিন, সিভিল সার্জন (অবঃ) ডা. শাহাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা দারা।
বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলশি তুমার পাল। অনুষ্ঠানে ১৮ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার সহ অন্যান্য উপকরন বিতরন করা হয়।