নিজস্ব প্রতিনিধি: মানসিক প্রতিবন্ধীকে ধর্ষনের অপরাধে আনারুল ইসলাম নামের এক ব্যাক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর শিশু ও নারী নির্যাতন দমন আদালতের বিচারক মোঃ রাফিজুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আনারুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুরের খেজমত আলীর ছেলে।
মামলার বিবরনে জানা যায়, আনারুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার ব্রজপুর গ্রামে ঘর জামাই থাকা কালে প্রতিবেশী ফুরকাতুন নেছার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষন করে। পরবর্তিতে প্রতিবন্ধী মেয়েটি গর্ভবতি হলে বিষয়টি জানাজানি হয়।
বিষয়টি জানাজানি হওয়ার পর ফুরকাতন নেছা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৮ গাংনী থানা। তারিখ ১২-০৭-২০১৮। পরে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলার ১০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। এতে আসামী আনারুল ইসলাম দোষী প্রমানিত হওয়ায় তাকে এ সাজা দেন।
মামলায় রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামী পক্ষে অ্যাড. কামরুল হাসান কৌসুলী ছিলেন।