মেহেরপুর নিউজ, ২৯ জুলাই:
প্রতিদিনের সংবাদ আমার সকালের আহার। পত্রিকাটি মেহেরপুরের প্রতিটি মানুষের পছন্দের পত্রিকায় পরিণত হোক। পত্রিকাটির শরীর একটু ছোট হলেও এর সংবাদ, সম্পাদকীয়, উপ সম্পাদকীয় গঠনমূলক। মেহেরপুরে প্রতিদিনের সংবাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ গোলাম রসুল একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র মাহফুজুর রহমান বলেছেন- আমাদের যত ভুল থাকবে তুলে ধরবেন। একপেশে সংবাদ পরিবেশন পত্রিকা বেশি দিন টিকে থাকতে পারেনা। প্রতিদিনের সংবাদ বর্তমান পরিস্থিতিতে একটি মানসম্পন্ন সংবাদপত্র।
রোববার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আলোচনাসভা, কেককাটা, শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রতিদিনের সংবাদের মেহেরপুর প্রতিনিধি দিলরুবা খাতুনের শুভেচ্ছা বক্তব্যর মধ্যে দিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক মাহবুবুল হক পোলেন, সুজনের সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল হক মন্টু, মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালক সাংবাদিক ফজলুল হক মন্টু, সাংবাদিক আবু নাসের চৌধুরী, রাশেদুজ্জামান, ফারুক হোসেন, সংগঠক মিনা পারভিন ও ক্রীড়া সংগঠক শামীমুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানের সঞ্চলাক ছিলেন ইত্তেফাকের মেহেরপুর প্রতিনিধি মাহবুব চান্দু।