মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মার্চ:
রোববার বিকালের দিকে মেহেরপুরে প্রচন্ড ঝড় ও শীলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৫ মিনিট স্থায়ি প্রচন্ড ঝড় ও শীলা বৃষ্টিতে মেহেরপুরের মাঠে পাকা গম, তামাক, পিঁয়াজ, সজনের ডাটা, কলা সহ উঠতি ফশলের ব্যাপক ক্ষতি হয়েছে। মেহেরপুর শহর সহ শহরের অশপাশের গ্রামে শতাধিক কাঁচা ও টিনের বাড়ি ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। হঠাৎ করে শীলা বৃষ্টির ফলে মেহেরপুর শহরে প্রধান প্রধান সড়ক সহ শহরের বিভিন্ন পাড়া মহল্লার সড়ক গুলিতে হাটু সমান পানি জমতে দেখা গেছে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর থেকে মেহেরপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় মেহেরপুরে ৩৩ মিঃ লিঃ বৃষ্টির পানি রেকর্ড করা হয়। এদিকে ঝড়ের পরে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক, মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়ক, মেহেরপুর-মুজিবনগর ও মেহেরপুর-মহাজনপুর সড়কে বিপুল পরিমান গাছ ভেঙ্গে পড়ে। এসময় ঐ সমস্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।