বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৌর জামায়াত ইসলামীর দিনব্যাপী “কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 30, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর জামায়াত ইসলামীর দিনব্যাপী “কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ট্রাস্ট মসজিদ মিলনায়তনে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

মেহেরপুর পৌর জামায়াত ইসলামীর আমির সোহেল রানা ডলারের সভাপতিত্বে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কুষ্টিয়া যশোর অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ এ কে এম মোঃ আলী মহসিন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর ১-আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর মাওঃ তাজউদ্দীন খান, চায়াডাঙ্গা জেলা জামায়েত ইসলামীর আমীর রুহুল আমিন, মেহেরপুর জেলা নায়েবে আমীর মাওঃ মাহবুব উল-আলম, মেহেরপুর জেলা সেক্রেটারী ইকবাল হুসাইন,মেহেরপুর সদর উপজেলা আমীর মাওঃ সোহেল রানা প্রমুখ।