বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পেশাজীবী মোটরযান চালকদের দক্ষতা প্রশিক্ষণ কর্মশালা

By মেহেরপুর নিউজ

October 15, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র মেহেরপুর সার্কেলের উদ্যোগে পেশাজীবী মোটরযান চালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনাতনে পেশাজীবী মোটরযান চালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিআটিএ মেহেরপুর সার্কেলের পরিদর্শক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বিআরটিএ মেহেরপুর কর্মকর্তা জিয়াউর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন।