মেহেরপুর নিউজ:
ওয়েব ফাউন্ডেশন এর উদ্যোগে, পি কে এস এফ এর অর্থায়নে গ্রীস্মকালীন পেঁয়াজ (বারি-৫ পেঁয়াজ) উৎপাদনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামের মাঠে পেঁয়াজের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডক্টর মিয়ার উদ্দিন, এপিও হামিদুর রহমান, পি কে এস এফ সিনিয়ার মহা ব্যবস্থাপক ডঃ আকুন্দ মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা পার্থ প্রতিম সাহা, মনিরুল ইসলাম।এর আগে অতিথিবৃন্দ পিঁয়াজের জমি পরিদর্শন করেন।