মেহেরপুর নিউজ:
পেইস প্রকল্পের আওতায়, বছরব্যাপী পেঁয়াজ উৎপাদন এবং বাজারজাতকরণের মাধ্যমে, উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায়, পেঁয়াজের সংরক্ষণাগার স্থাপন আগ্রহী করতে কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর শহরের কবি নজরুল শিক্ষা মন্জিল মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপনকুমার খান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি কে এস এফ সিনিয়ার মহা ব্যবস্থাপক ডঃ আকুন্দ মোঃ রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন এর উপ নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার নাসরিন পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা, ভ্যালু চেইন প্রোজেক্টের ম্যানেজার মাসুম সাগর।
বক্তব্য রাখেন মুজিবনগর সরকার মাধ্যমিক বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক আলিফ হোসেন, কবি নজরুল শিক্ষামন্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, কৃষক এ জেড এম মারুফু জোহা গোরা, মনিরুল ইসলাম, মোস্তফা কামাল প্রমূখ পরে পিঁয়াজ সংরক্ষণাগারের লক্ষ্যে কৃষকদের মাঝে ঢেউটিন ও বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়।