অন্যান্য

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৪ জন আহত

By মেহেরপুর নিউজ

March 05, 2015

মেহেরপুর নিউজ,০৫ মার্চ: মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলো: সদর উপজেলার বারাদির আলমের ২ শিশু কণ্যা  রিশা (৬) ও রিমা (৮), চুয়াডাঙ্গার নতিপোতা গ্রামের আব্দুস সাত্তার (৬০) ও তার স্ত্রী মাজেদা খাতুন (৫৫)। আহতরা সকলেই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কের নুরপুর মোড়ে এবং মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি বাজারে এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকালের দিকে নতিপোতা গ্রামের আব্দুস সাত্তার তার স্ত্রী মাজেদাকে নিয়ে মেহেরপুর আসার পথে নুরপুর মোড়েচালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে দুজনেই আহত হয়। এর আগে বারাদি বাজারে রিশা ও রিমা ২ বোন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মটরসাইকেল তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে আসে। এতে তারা ২ বোন রাস্তার পাশে ছিটকে পড়ে আহ হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।