অন্যান্য

মেহেরপুরে পৃথক দু’টি সংঘর্ষে ৭ জন আহত

By মেহেরপুর নিউজ

April 14, 2015

মেহেরপুর নিউজ,১৪ এপ্রিল: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ও গাংনী উপজেলার ধলা গ্রামে পৃথক সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছে। আহতরা হলো: শ্যাপমপুর গ্রামের আজমত আলীর ছেলে আব্দুল বারী, রেজাউলের ছেলে শাহিন, আব্দুল হাকিমের স্ত্রী আইমান,নিয়ামত আলীর ছেলে আব্দুল খালেক, ধলা গ্রামের লালচাঁদের ছেলে ফজলু, ফজলুর ছেলে আলাল ও তার স্ত্রী রেহেনা খাতুন। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, ধলা গ্রামের ফড়িং এর সাথে প্রতিবেশী ফজলুর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে সকালে সংঘর্ষ বেধে যায়। এতে ৩ জন আহত হয়। একইদিনে, শ্যামপুর গ্রামের আব্দুল বারির সাথে প্রতিবেশী কালু মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে সকালে সংঘর্ষ বেধে যায়। এতে ৪ জন আহত হয়।