আইন-আদালত

মেহেরপুরে পৃথক দুটি মোবাইল কোর্টে জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

May 02, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে পৃথক দুটি মোবাইল কোর্ট বসিয়ে হেলমেটও গাড়ির কাগজপত্র না থাকা সহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদবিহীন পন্য বিক্রির দায়ে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পাসপোর্ট অফিসের সামনে এবং শহরের মহিলা কলেজ মোড় এলাকায় ওভার ট্রাম্পে এ মোবাইল কোট বসানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা সহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় কয়েকজন মোটরসাইকেল চালকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়।

এদিকে একই দিনে শহরের মহিলা কলেজ সড়কে ওভার ট্রাম্পে মোবাইল কোট বসিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদবিহীন পন্য বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।মেহেরপুর সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।