কৃষি সমাচার

মেহেরপুরে পূর্ব শত্রুতার জেরে ভূমিহীন কৃষকের ফসল কর্তন

By মেহেরপুর নিউজ

February 02, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে পূর্ব শত্রতার জেরে এবার ৪৪ শতক জমি শস্য কেটে দিয়েছে দুবৃত্তরা। জানা গেছে ১৯৯৯ সালের দিকে সরকারিভাবে ভূমিহীন হিসাবে শোলমারী গ্রামের আব্দুস সুবহানের ছেলে আব্দুর রহমানকে ৪৪ শতক জমি প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রহমান জানান, ভূমিহীন হিসাবে সরকারিভাবে প্রাপ্ত ৪৪ শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে একই গ্রামের উত্তম আলীর ছেলে চাঁদ আলী, আনসার আলী, জালাল উদ্দিনের সাথে বিবাদ চলে আসছে। সরকারি ঐ জমি তাদের নিজ দখলে নিতে একাধিকবার মামলা দায়ের করলেও প্রতিবারই মামলার তারা হেরে যায়। সবশেষ সরকারিভাবে প্রাপ্ত ওই জমিতে শস্য রোপণ করি শস্য পাকার ঠিক আগ মুহূর্তে  উত্তম আলীর ছেলে চাঁদ আলী, আনসার আলী, জালাল উদ্দিন সহ তার সহযোগীরা শস্য কর্তন করে নিয়ে যায়।

আব্দুর রহমান  আরোও জানান, সরকারিভাবে প্রদত্ত ওই জমিতে যখনই ফসল বোনা হয় তখনই চাঁদ আলী সহ অন্যান্য ভায়রা জোরপূর্বক ফসল কেটে ফেলে। এবারও প্রায় ৪৪ শতাংশ জমির শস্য কর্তন কেটে দিয়ে যায়। আব্দুর রহমান ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।