বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশ কনস্টেবলে চাকরি প্রার্থীদের নাম ঘোষণা

By মেহেরপুর নিউজ

November 29, 2024

মেহেরপুর নিউজঃ

ঘড়ির কাঁটা তখন রাত ৮টা ১মিনিট। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান মাইকে ঘোষণা দিলেন, পুলিশের কনস্টেবল পদে চাকরি প্রার্থী ১৯ জনসহ ২০ জনের নাম ঘোষণা করা হবে। চাকরি প্রার্থী শতাধিক যুবক-যুবতী সারিবদ্ধ ভাবে পুলিশ লাইন ড্রিল শেডে বসে রয়েছেন। শুনশান নীরবতা।

পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম একে একে নাম ঘোষণা করছেন। যারা চাকরির জন্য মনোনীত হয়েছেন তারা একে একে এসে আবার সামনে সারিবদ্ধভাবে বসছেন। সাথে সাথে কান্নায় ভেঙে পড়ছেন। আসলে এই কান্নাটি ছিল চাকরি পাওয়ার কান্না। আনন্দের কান্না। কথাগুলো বলার উদ্দেশ্য ছিল, সরকারি চাকরি নামক সোনার হরিণ হাতে পাওয়ার। তাও আবার কোনরকম ঘুষ ছাড়াই চাকরি। এ যেন সোনার হরিণের চেয়েও অনেক বেশিকিছু।

মেহেরপুর পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর এক হাজারের বেশি যুবক-যুবতী আবেদন করেন। পর্যায়ক্রমে ১০০ জনের মতো যুবক-যুবতী শেষ পর্বের পরীক্ষা অংশগ্রহণ করেন। শুক্রবার রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম ১৯ জন পুরুষ এবং একজন মহিলার নাম ঘোষণা করেন।কনস্টেবল পদে মনোনীত ২০ জনকে পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। এসময় মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জামিরুল ইসলাম, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আলিমুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।