বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে বিএনপি নেতা নিহত

By মেহেরপুর নিউজ

November 30, 2015

মেহেরপুর নিউজ,৩০ নভেম্বর:

মেহেরপুর সদর উপজেলার বন্দরে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে পুলিশের উপর হামলা ও র‌্যাবের অস্ত্র লুট মামলার অন্যতম আসামী রমজান আলী (৪৮) নিহত হয়েছে। নিহত রমজান আলী সদরের রাজনগর গ্রামের মৃত আমির শেখের ছেলে। রবিবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার বন্দর শশ্মানঘাট এলাকায় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত রমজান আলী সদরের রাজনগর গ্রামের মৃত আমির শেখের ছেলে। সে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির উত্তর শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল রমজান আলিকে নিয়ে উপজেলার বন্দর শশ্মানঘাট এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সেখানে রমজান আলিকে ছিনিয়ে নিতে তার সহযোগিরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশ ও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে রমজান আলী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরেন এবং বাকি সহযোগীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বন্ধুকযুদ্ধের ঘটনায় এস আই মেজবাহুর দারাইন, কনস্টেবল মিজান, শাহিন ও আশরাফুল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি শার্টার গান, তিনটি কার্তুজ, দুটি রামদা, একটি হাত কুড়াল উদ্ধার করা হয়েছে। ওসি আরো বলেন, এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে তার নিজ গ্রাম রাজনগর থেকে আটক করে সদর থানা পুলিশ। নিহত বিএনপি নেতা রমজান আলীর বিরুদ্ধে র‌্যাবের অস্ত্র কেড়ে নেয়া, পুলিশের এএসআই একরামুল হককে কুপিয়ে হত্যা চেষ্টাসহ নাশকতার ৭টি মামলা রয়েছে। এদিকে এ ঘটনাকে বিচার বহিভর্’ত হত্যাকান্ড ও পুলিশের সাজানো নাটক উল্লেখ করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, এই জাতীয় বিচারবহিভর্’ত হত্যাকান্ড মানবাধিকার বিরোধী এবং আইনের শাসনের পরিপন্থী। আমারা এ ধরনের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।