অন্যান্য

মেহেরপুরে পুরাতন পৌর ঈদগাহে ফোয়ারা নির্মানের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ জুলাই: ৩ লাখ টাকা ব্যায়ে মেহেরপুর পুরাতন পৌর ঈদগাহ মাঠে ফোয়ারা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু নির্মান কাজের উদ্বোধন করেণ। পৌর ঈদগাহ মাঠের প্রধান গেটের ২ পার্শ্বে এই সৌন্দর্য্য বর্ধক এ ফোয়ারা তৈরি করা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের দিন ফোয়ারাটি উন্মুক্ত করা হবে।