মেহেরপুর নিউজ,২৯ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর মাদ্রাসা প্রাঙ্গনে শিশু শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে সিসিজিও স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক তথ্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সিসিজি কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সুপার আসাদুজ্জামান, ফারুক হোসেন, মনিরুল ইসলাম। শিশুদের জন্য কর্মসূচীর উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিসিজি ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল মান্নান, রোকনুজ্জামান, মীর সামসুল হক, ইদ্রিস আলী প্রমুখ। পরে সেখানে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।