মেহেরপুর নিউজ:
আবু সালেহ মোঃ নাসিমকে পাবলিক প্রসিকিউটর (পিপি)। মুস্তাফিজুর রহমান তুহিনকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিডিউটার (পিপি)। এ এস এম সাইদুর রাজ্জাককে অতিরিক্ত পাবলিক প্রসিডিউটরসহ সহকারি পাবলিক প্রসিডিউটর এবং এ পিপি পদে নিয়োগ দেয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন বিচার বিভাগ সলিসিটিটর অনু বিভাগ (জিপি পিপি শাখা বাংলাদেশ সুপ্রিম কোর্ট উপ-সলিসিটিটর পিপি জিপি শাখার সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত স্বাক্ষর মারফত এ নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে জেলা দায় ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসাবে আবু সালে মোঃ নাসিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পাবলিক প্রসিডিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিন, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এ এস এম সাইদুর রাজ্জাক ও পারভীন সুলতানা সরকারি পাবলিক প্রসিকিউটর আতাউল হক, মোখলেসুর রহমান খান স্বপন, নজরুল ইসলাম, আব্দুল আলিম, এহান উদ্দীন মনা, নিয়ামুল খান, সাইফুল ইসলাম সাহেব, সেলিম রেজা, সেলিম রেজা গাজী, লাভলী খাতুন, খুরশিদা খাতুন, এশরার জাহান।
জেলা জজ আদালতের সরকারি কৌশলী রফিকুল ইসলাম। অতিরিক্ত সরকারি কৌশলী আফরোজা বেগম, সহকারি সরকারি কৌশলী আব্দুল মান্নান, মেহেরুন্নেসা মনি, এবিএম ইনামুল হক, এএসএমএম আসানুল্লাহ, আরিফুজ্জামান এবং শফিউল আযম খানকে নিয়োগ দেয়া হয়েছে।