আইন-আদালত

মেহেরপুরে পায়ু পথে স্বর্ণ পাচার করার সময় একজন আটক (ভিডিও সহ)

By মেহেরপুর নিউজ

May 29, 2019

মেহেরপুর নিউজ, ২৯ মে: মেহেরপুর-গাংনী সড়কের সদর উপজেলার আবদারপুর নামক স্থানে ঢাকা-মেহেরপুরগামি শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পায়ু পথে স্বর্ণ পাচারকারার সময় শহিদুল ইসলাম নামের এক ব্যাক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)এর পরিচালক মোঃ ইমাম হাসান এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করেন।আসামী মোঃ শহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে। আটক শহিদুল ইসলামকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে নিয়ে তার পায়ুপথ থেকে ৬টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৭০০ গ্রাম (৩০ভরি)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)এর পরিচালক মোঃ ইমাম হাসান জানান, ঢাকা হতে বিভিন্ন পরিবহন যোগে সীমান্ত এলাকায় আগমন করে কিছু স্বর্ণ চোরাকারবারী অভিনব কায়দায় স্বর্ণ পাচার করছে। ঢাকা-মেহেরপুরগামী শ্যামলী পরিবহনে একজন সন্দেহজনক ব্যক্তি অভিনব কায়দায় পেটের মধ্যে স্বর্ণ চোরাচালান করতে পারে। এই তথ্য প্রাপ্ত হওয়ার পর আনুমানিক সকাল ০৭টার দিকে তাঁর নেতৃত্বে একটি বিশেষ টহলদল মেহেরপুর শহর উপকন্ঠে মেহেরপুর-গাংনী রোডে আবদারপুর মোড় নামক স্থান এর সন্নিকটে অবস্থান করে।

তিনি আরো জানান, আনুমানিক সকাল ৮ টার দিকে শ্যামলী পরিবহনের নির্দিষ্ট বাসটি এ্যাম্বুশ সাইটে পৌছালে বাসে তল্লাশী চালিয়ে স্বর্ণ চোরাচালানী মোঃ শহিদুল ইসলাম (৪০) নামক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। তল্লাশী করলে তার মলদ্বার হতে ০৬ টি স্বর্ণের বার উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত ০৬ টি স্বর্ণের বার এর ওজন প্রায় ৭০০ গ্রাম (৬০ ভরি), যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা। আটককৃত স্বর্ণের বার মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।