মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুলাই:
বর্ষার পূর্ণ মৌসুমেও মেহেরপুরে অনাবৃষ্টির কারনে চাষিরা তাদের পাট জাগ দিতে পারছে না। অনেক চাষি পাটের জমিতে ধান চাষের লক্ষে পাট কাটলেও বাধ্য হয়ে তা মাটিতে ফেলে রেখেছে। জানা গেছে, আগাম বোনা পাটের জমিতে ধান লাগাবার লক্ষে চাষিরা আগ্রহ ভরে পাটের চাষ শুরু করলেও শ্রাবণ মাসে কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় মেহেরপুরে মাঠ ঘাটে পানি শূণ্যতা বিরাজ করছে। বর্ষা কালের এ মূহুর্তে মাঠ-ঘাটে পানি থৈ থৈ করার কথা থাকলেও বর্তমানে মেহেরপুরে চৈত্র-বৈশাখের ন্যায় প্রখর রৌদ্রতাপে মাঠ-ঘাট শুকিয়ে খাখা করছে। যে কারনে চাষিরা তাদের পাট নিয়ে বিপাকে পড়েছে। অনেক চাষি তাদের আগাম লাগানো পাট কেটে মাটিতে ফেলে রেখেছে। আবার অনেক চাষি বিকল্প পন্থায় পাট জাগ দেয়ার জন্য চিন্তা ভাবনা করছে।