মেহেরপুর নিউজ,০৯ মে:
বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে পাঠ্যভাস উন্নয়ন কর্মসূচীর পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামানের সভাপতি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাসুদ খানম, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,। বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিভাগীয় কো অর্ডিনেটর প্রদীপ কুমার পাল,অরুণ কুমার রায়, আখতারুজ্জামান, নুরে আলম সিদ্দিকী, মাসুম পারভেজ, হোসনে মোবারক প্রমুখ।