মেহেরপুর নিউজ, ৩০ মে: মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ান হোসেন বলেছেন, পাট কে সোনালী আঁশ বলা হয়ে থাকে। কিন্তু সেই পাটের কদর আজ আর নেই। তার পরেও মাননীয় প্রধানমন্ত্রী এবং পাট মন্ত্রীর কারনে পাট এর ঐতিহ্যের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। জেলা প্রশাসক বলেন একটি পলিথিন যখন মাটির নিচে যায় সেটি নষ্ট হতে নাকি ৪শ বছর সময় লাগে। কিন্তু পাটজাত দ্রব্য সে তুলনায় লক্ষ গুন ভাল। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ান হোসেন বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট চাষী উদ্বুদ্ধ করণ চাষী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চুয়াডাঙ্গা জেলা পাট পরিদর্শকের কার্যালয়ে উদ্যোগে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা মূখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), তৌফিকুর রহমান, জেলা পাট পরিদর্শক মহসীন শিকদার, সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ শীর্ষক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পাট চাষী সমিতির সভাপতি মাহাবুব আলম শান্তি, ইউপি সদস্য আবুল কাসেম প্রমূখ।