ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরে পরীক্ষা মূলক উৎপাদনে যাচ্ছে বাংলাদেশের প্রথম পামতেল উৎপাদন কারাখানা

By মেহেরপুর নিউজ

January 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারী: মেহেরপুর ভাসবে তরল সোনাই এই স্বপ্ন  নিয়ে মেহেরপুরের  কৃষিবিদ শেখ সুরুজ আহম্মেদ ও বোটানিকা  এগ্রো লিঃ যৌথ উদ্যগে মেহেরপুর   বিসিক শিল্প নগরিতে স্থাপন হতে চলেছে বাংলাদেশের প্রথম পুর্ণাঙ্গ পামতেল উৎপাদন কারখানা। এ পাম তেল মেশিন পরিদর্শনের জন্য আজ বৃহপতিবার বিকাল ৪ টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বোটানিকা এগ্রো লিঃ এর চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে এই প্রথম আমরা পামতেল তৈরির পুর্ণাঙ্গ মেশিন আনতে পেরেছি । আমাদের মেশিন স্থাপনের কাজ চলছে।আমরা আশা করছি আগামি ১৫ দিনের মধ্যে পরীক্ষা মূলক উৎপাদনে যেতে পারবো । তিনি আরো বলেন  এই

মেশিন স্থাপনে  শুধু মেহেরপেুরের পাম চাষীরা নয় বরং বাংলাদেশের উত্তর দক্ষিণ অঞ্চলের পাম চাষীরা তাদের হতাশা থেকে মুক্তি পাবে বলে মনে করি। আনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বোটানিকা এগ্রো লিঃ এর চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বোড অব ডিরেক্টর মোঃ খায়রুজ্জামান, মোঃ মনিরুজ্জামান, কাজী মেহেদি হাসান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম,মোঃ আবুল হাসান, মোঃ ফারুখ হোসেন। বোটানিকা এগ্রো লিঃ এর লিগ্যাল এ্যাডভাইজার  অ্যাডঃ আবুলকালাম আজাদ, বাংলাদেশ প্রতিদিন ও মেহেরপুর নিউজের বিশেষ প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, পাম বাগান মালিক আশরাফুল ইসলাম ও এলামুল হক প্রমুখ।