মেহেরপুর নিউজ:
চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে ৫ শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবারে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০৫ নম্বর কক্ষে মোট ৯৪ পরীক্ষার্থীর জন্য ৫ জন শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা চলাকালে কয়েকজন শিক্ষার্থীর দেখাদেখি করে পরীক্ষার খাতায় লেখার সময় সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইনউদ্দিন বিষয়টি দেখেন।
এ সময় ওই কক্ষে দায়িত্বে থাকা গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন, ভৈরব মাধ্যমিক বিদ্যালয়ের দিল আরা খাতুন, শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের নাজিম উদ্দীন, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাসুদুর রহমান ও মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের আবু বক্কর কে তাদের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেন।