মেহেরপুর নিউজ, ০৩ মার্চ: মেহেরপুরে পরিবার পরিকল্পনা মেলা উপলক্ষে বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল: দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়। বিতর্কে সরকারি বালিকা বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফাইনালে উঠেছে। ৮টি বিদ্যালয়ের বিতার্কিকরা প্রতিযোগীতায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে বাকি গুলো সরকারি বালক বিদ্যালয়, কবি নজরুল শিক্ষা মঞ্জিল, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা, তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা।
বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারি কমিশনার রাকিবুল ইসলাম। বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার রায়, সহকারি শিক্ষক সেকেন্দার আলী।
পরে সন্ধ্যায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে এ অনুষ্ঠিত সাংস্কৃতি অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর শিল্পিরা সঙ্গিত পরিবেশন করেন।