মেহেরপুর নিউজ, ২৭ জানুয়ারী: মেহেরপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যেগে ছোট পরিবারের ধারণা উন্মোষ, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি ও নবযাতকের যত্ন বিষয়ে সাংবাদিকদের সাথে সচেতনতামূলক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. এম এ বাশার, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় প্রোডাকশন ম্যানেজার মনিরুজ্জামান, সাংবাদিক তোজ্জামেল আযম, রফিক উল আলাম, ওয়াজেদুল হক জেদু, ইয়াদুল মোমিন প্রমুখ।